আগরতলা, ৩০ ডিসেম্বর : জেসমিন আক্তারকে এলাকা থেকে উচ্ছেদের বিরুদ্ধে ফের একবার সরব হলেন রাজনগর এলাকাবাসী। আজ এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।
ইতিপূর্বে, জেসমিন আক্তারকে গ্রেফতারের দাবিতে পশ্চিম মহিলা থানায় বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করেছিলেন এলাকাবাসীরা।
প্রসঙ্গত, রাজনগর স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা জেসমিন আক্তার নেশা কারবার সহ অন্যান্য অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত রয়েছে। স্থানীয় ক্লাব ও এলাকাবাসীর কথায় পুলিশ জেসমিন আক্তারের বাড়িতে তল্লাশি করে বন্দুক ও নেশা সামগ্রী উদ্ধার করেছিল। পুলিশ তাকে গ্রেফতার করলেও পরবর্তীতে সে ছাড়া পেয়ে যায়।
গত ২৬ তারিখ, বৃহস্পতিবার এসপি অফিস ঘেরাও করে জেসমিন আক্তারকে গ্রেফতারের দাবী জানিয়েছিলেন স্থানীয়রা। পুলিশ সহযোগিতা না করলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছিলেন রাজনগর এলাকাবাসীরা।
এদিকে, পুলিশের সহযোগিতা সঠিকভাবে না পাওয়ায় এবার মেয়র তথ্য বিধায়কের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী। আজ এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। এখন মেয়র এই বিষয়ে কি ব্যবস্থা নেবেন তার অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।