লখনউ, ৩০ ডিসেম্বর (হি.স.): শিবলিঙ্গ রয়েছে যোগী আদিত্যনাথের বাড়ির নীচে’! খোঁড়ার দাবি তুলেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অখিলেশের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন উত্তর প্রদেশের মন্ত্রী ও পি রাজভর। তিনি বলেছেন, ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতেই ভিত্তিহীন মন্তব্য করছেন।
সোমবার ও পি রাজভর বলেছেন, “নিজের ভোটব্যাঙ্ককে সুরক্ষিত রাখতে তিনি এমন বক্তব্য রাখছেন। তাঁর মুসলিম ভোটব্যাঙ্ক যাতে নষ্ট না হয় সেজন্য তিনি এমন ভিত্তিহীন বক্তব্য করছেন। তিনি যদি এই সম্পর্কে আগেই জানতেন, তাহলে মুখ্যমন্ত্রী থাকাকালীন খননকাজ কেন করেননি?… সমাজবাদী পার্টি কেবল মুসলমানদের ভোট চায়, তারা কোনও কাজ করে না।”