গুয়াহাটি, ১৯ ডিসেম্বর (হি.স.) : ৩.২ প্ৰাবল্যের মৃদু ভূমিকম্পে কেঁপেছে নাগাল্যান্ডের চুমৌকেদিমা জেলা ও তার পার্শ্ববর্তী অঞ্চল। আজ বৃহস্পতিবার বেলা ০১:২২:৫৪টায় সংঘটিত ভূমিকম্পে আতংকের সৃষ্টি হয় গোটা জেলায়। তবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির বিভাগীয় এক্স হ্যান্ডলে জারিকৃত তথ্যে জানা গেছে, আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ভারতীয় সময় বেলা একটা ২২ মিনিট ৫৪ সেকেন্ড সংঘটিত ভূমিকম্প নাগাল্যান্ডের ২৫.৭৩ ডিগ্ৰি উত্তর অক্ষাংশ এবং ৯৩.৯৫ ডিগ্ৰি পূর্ব দ্ৰাঘিমাংশের চুমৌকেদিমা জেলার ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে।