BRAKING NEWS

পোয়াংবাড়ির ভগৎ সিং কলোনি বিদ্যালয়ে নিম্নমানের কাজের অভিযোগ

সোনামুড়া, ১৫ ডিসেম্বর : পোয়াংবাড়ির ভগৎ সিং কলোনি বিদ্যালয়ে মেয়েদের জন্য নির্মিয়মান টয়লেটে নিম্নমানের কাজ হওয়ার অভিযোগ উঠেছে। ঠিকেদারদের নিম্নমানের কাজের জন্য সমস্যায় পড়তে হয় সাধারণ জনগণকে।

উক্ত ঘটনার উৎস খুঁজতে গিয়ে দেখা গেছে, টয়লেট তৈরির কাজের যে ওয়ার্ক অর্ডার কন্ট্রাক্টর দীপংকর সাহা পেয়েছিলেন, ওই ওয়ার্ক অর্ডারটি কন্ট্রাক্টর ২৮ % কম দিয়ে বিড করে পেয়েছেন। যেখানে গ্রামোন্নয়ন দপ্তরের বিশাল বিশাল ডিগ্রিধারী ইঞ্জিনিয়াররা ইষ্টিমেট করেছেন কাজটি তোলতে লাগবে ৭ লক্ষ ৭৭ হাজার টাকা সেখানে তিনি বলছেন, এই সামান্য কাজে এতো টাকা লাগবেনা। দীপংকর তাদের বলেন ৫ লক্ষ ৫৫ হাজার টাকা দিলেই কাজ করে দেবেন। তখন গ্রামোন্নয়ন দপ্তরের সোনামুড়া ডিভিশানের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিবাকর শিলের তরফ থেকে সর্বনিম্ন বিডার হিসাবে কাজের বরাৎ দীপংকর সাহাকেই দেওয়া হয়।

কিন্তু মেলাঘরের সুইমিং পুলের ঘোটালার মতো এই কাজেও দুই নাম্বারি ইট, দুই নাম্বারি চিপ্স লাগিয়ে ৭ লাখ ৭৭ হাজার টাকার কাজকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকায় সম্পন্ন করা হয়েছে।

স্থানীয়দের মতে, এইসব নিম্নমানের কাজ ঠিকেদারদের মৌলিক অধিকারে হয়ে গেছে। এইসব কাজে ফাকিবাজ, দূর্ণীতিগ্রস্থ ইঞ্জিনিয়ারদের জন্যই হঠাৎ গজিয়ে উঠা ঠিকেদাররা রাষ্ট্রবাদী সরকারকে আজকের দিনে ঘুনের মত খেয়ে ফেলছে। কিন্তু সব দেখেও ঠুটোঁ জগন্নাথ জনপ্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *