আগরতলা, ১৩ ডিসেম্বর : শিক্ষক বদলির প্রতিবাদে নতুন বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালেয়র মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ ও বিদ্যালয় পরির্দশক।
এদিন ছাত্রছাত্রীদের বলেন, নতুন বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একাদশ এবং দ্বাদশ শ্রেনীর ইংরেজি বিভাগের একমাত্র শিক্ষিকা ছিলেন করুণা নোয়াতিয়া। কিন্তু আচমকা তাঁকে বদলি করা হয়েছে। তিনি ছাত্রছাত্রীদের ভালো করে পড়াশুনা বুঝাতে পারেন। এর জন্যই ওই বিদ্যালয়ে তার প্রয়োজন রয়েছে। কিন্তু হঠাৎ তাঁকে ওই বিদ্যালয় থেকে বদলি করা হয়েছে। সামনেই তাদের পরীক্ষা। এরই প্রতিবাদেই আজ বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভে সামিল হয়েছে তারা।
তাদের দাবি, ইংরেজি শিক্ষককে বদলি করা যাবে না।কারণ তাদের পড়াশুনোর ব্যাঘাত ঘটতে পারে।