নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): জলজীবন মিশনের সুফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, জলজীবন মিশন গ্রামীণ এলাকায় মহিলাদের ক্ষমতায়নে জোর দিচ্ছে। বাড়ির দোরগোড়ায় বিশুদ্ধ জলের মাধ্যমে মহিলারা এখন দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরতার দিকে মনোনিবেশ করতে পারেন।
বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি মিডিয়া রিপোর্ট প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “জল জীবন মিশন কীভাবে মহিলাদের ক্ষমতায়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের গ্রামীণ এলাকায়, তার একটি ভালো দৃষ্টিভঙ্গি। দোরগোড়ায় বিশুদ্ধ জলের মাধ্যমে মহিলারা এখন দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরতার দিকে মনোনিবেশ করতে পারেন।”