উপ-নির্বাচনে দুটি আসনে সব প্রার্থীর মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা / খোয়াই, ৩ নভেম্বর৷৷ রাজ্যে উপ-নির্বাচনে দুটি আসনে সকল প্রার্থীর মনোয়ন বৈধ বলে

বড়জলা আসনে উপনির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার  সদর মহকুমা শাসক তথা পশ্চিম জেলা রিটার্নিং অফিসারের কক্ষে প্রার্থীদের  মনোনয়নপত্র  পরীক্ষা করা হয়৷ ছবি নিজস্ব৷
বড়জলা আসনে উপনির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার সদর মহকুমা শাসক তথা পশ্চিম জেলা রিটার্নিং অফিসারের কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়৷ ছবি নিজস্ব৷

বিবেচিত হয়েছে৷ ৪-বড়জলা (এসসি) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আজ ছিল মনোনয়নপত্র পরীক্ষার দিন৷ মনোনয়নপত্র পরীক্ষায় এই কেন্দ্রের ৫ জন প্রার্থীর মনোনয়ন পত্রই বৈধ বলে বিবেচিত হয়েছে৷ সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই সংবাদ দিয়ে জানানো হয়েছে, এই কেন্দ্রে যে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তারা হলেন সিপিআই(এম) দলের প্রার্থী ঝুমু সরকার, বিজেপি দলের প্রার্থী শিষ্ট মোহন দাস, সারা ভারত তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী প্রকাশ চন্দ্র দাস, আমরা বাঙালী দলের প্রার্থী বিমল দাস এবং ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী রাজেন্দ্র কুমার দাস৷
খোয়াই বিধানসভা উপনির্বাচনে সবকটি মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে৷ বৃহস্পতিবার মনোনয়ন পরীক্ষার পর এই কথা জানান রিটার্নিং অফিসার তথা খোয়াই মহকুমা শাসক প্রসূন দে৷ ২৫-খোয়াই কেন্দ্রে সিপিআই(এম) এর প্রার্থী বিশ্বজিৎ দত্ত, জাতীয় কংগ্রেসের প্রণব বিশ্বাস, তৃণমূল কংগ্রেস এর মনোজ দাস, বিজেপি এর তপন পাল এবং আমরা বাঙালি এর গৌতম দেব মনোয়ন দাখিল করেছিলেন৷ স্ক্রুটিনি পর্যালোচনায় সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ মনোনয়নগুলির স্ক্রুটিনি সম্পন্ন হয় অবজারভার পার্থসারথি মিশ্র এবং রিটার্নিং অফিসার প্রসূন দে’র উপস্থিতিতেই৷ ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩৯,৬৩৩ জন৷ এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ২০,০০২ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১৯,৬৩১ জন৷ মোট ভোট কেন্দ্র রয়েছে ৫২টি৷ এবার পঞ্চমুখী লড়াইয়ে ভোট গ্রহণ হবে ১৯ নভেম্বর৷