নয়াদিল্লি, ২৬ নভেম্বর: বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার ঘটনায় ভারতের বিদেশ মন্ত্রক গভীর উদ্বেগের প্রকাশ করেছে। তাছাড়া, সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দিরের অপবিত্রতার একাধিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। আজ বিদেশ মন্ত্রক থেকে এক বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা উচিত হয়নি। আমরা শ্রী দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টিও উদ্বেগ প্রকাশ করেছি।পাশাপাশি, ভারত বিদেশ মন্ত্রক বাংলাদেশ কর্তৃপক্ষকে হিন্দু ও সকল সংখ্যালঘুদের নিরাপত্তা করার আহ্বান জানিয়েছে।