নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২৭ নভেম্বর:
ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধীন চন্দ্রখা পাড়ায় সরকারী ভাতা থেকে বঞ্চিত ষাটোর্ধ চরনজয় রিয়াং(৬৫)। সরকারের কাছে বৃদ্ধ ভাতার জন্য কাতর আবেদন উনার। কিন্তু এখনো মেলেনি সরকারী বৃদ্ধ ভাতার সুবিধা। বয়সের ভারে কর্মক্ষমতাও নেই তেমন। তাই পরিবার নিয়ে বহু কষ্টেই দিন কাটছে তার। তিনি চরনজয় রিয়াং। রাজ্যের ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধীন দেওভ্যালি এডিসি ভিলেজের চন্দ্রখা এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন চরনজয়।
দিনমজুরের কাজ করে পরিবারের মুখে অন্ন যোগান তিনি। কিন্তু বয়সের ভারে আগের মতো নেই কর্মক্ষমতাও। পরিবারটি এডহক বিপিএল রেশন কার্ডের অন্তর্ভূক্ত হলেও পয়ষট্টি বছর বয়সেও তার ভাগ্যে বৃদ্ধ ভাতা জোটেনি বলে অভিযোগ। আক্ষেপের সুরে তিনি জানান, ভাতা পেতে কয়েক দফায় সরকারী অফিসে আবেদন পত্র জমা দিয়েও লাভ হয়নি কিছুই।