বুয়েনোস আইরেস, ১৭ নভেম্বর (হি.স.): বিশ্বকাপ বাছাই পর্বে আগামী বুধবার আর্জেন্টিনা খেলবে পেরুর সঙ্গে। সেই ম্যাচে আলবিসেলেস্তেদের হয়ে খেলতে পারবেন না দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় l চোটের কারণে ছিটকে গেছেন দুই ডিফেন্ডার নাহুয়েল মলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো। প্যারাগুয়ে ম্যাচেই ডান পায়ের চোটে অস্বস্তিতে রয়েছেন রোমেরোl ইতিমধ্যে প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের এই তারকা জাতীয় দল ছেড়ে ইংল্যান্ডে চলে গেছেন।
রোমেরোর জায়গায় আর্জেন্টাইন একাদশে ঢুকতে পারেন লিওনার্দো বালের্দি। আর ডান ঊরুর মাংসপেশির চোটে ভুগছেন মলিনা। সে কারণে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট তার জায়গায় জিউলিয়ানো সিমিওনেকে দলে নিয়েছে। বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বর্তমান অবস্থা- ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট কলম্বিয়ার, ১৯ পয়েন্ট উরুগুয়ের এবং ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে ব্রাজিল।