কলকাতা, ৪ নভেম্বর (হি.স.) : প্লাস্টিক কিংবা আবর্জনা, গঙ্গা জলে ফেলবো না ; তার বদলে ছাড়বো মাছ, বর্জ্য পদার্থ নিপাত যাক। এই হল সোমবার গঙ্গা উৎসবে মেয়রের সঙ্গে আমজনতার শপথ। শপথ গ্রহণ তাও কি আবার গঙ্গার বুকে। দূষণ যে কোনও মূল্যে রুখতেই হবে – এই হল অঙ্গীকার। গঙ্গার বুকে তথা গঙ্গাবক্ষে এই শপথ কলকাতার মহানাগরিকের। এই কারণেই এক লঞ্চকে সুসজ্জিত করে তোলা হয়। সেইখানেই সুরে সুর মিলিয়েছেন অন্যান্যরা। গঙ্গাদূষণ’কে সামনে রেখে এমনতর উদ্যোগ।
সোমবার দুপুরে পুরপিতা থেকে শুরু করে পুরমাতা, কলকাতা পুরসভার বিভাগীয় আধিকারিকরা এই কর্মসূচিতে যোগদান করেন। পুর কমিশনার ও বোরো চেয়ারপার্সন উপস্থিত ছিলেন। গঙ্গা উৎসবের অনাড়ম্বর অনুষ্ঠানে মেয়র উপস্থিত সকলের উদ্দেশ্যে জানান, গঙ্গা নদীতে মাছের চারাও ছাড়তে হবে। একদিকে মাছের যেমন খাদ্য দরকার। তাদের জীবন ধারণ তো জলের মধ্যেই। তেমনই অন্যদিকে, দূষণ রুখতেই তাদের ভূমিকা রয়েছে।