বড়মুড়ায় দুর্ঘটনায় মৃত্যু মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীর, আহত এক

আগরতলা, ১ নভেম্বর: কালী পূজার রাতে বড়মুড়ায় যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাজগঞ্জ বাজারে এক ব্যবসায়ীর। ওই দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে নিজ গাড়ি নিয়ে তেলিয়ামুড়ার কালী পূজো দেখার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন নান্টু পাল (৬০) এবং সতজিৎ লোধ(৬০)। বড়মুড়া এলাকায় আসামাত্র গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে গাছের সাথে ধাক্কা লাগে। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে নান্টু পালের। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সতজিৎ লোধ। নান্টু দাস মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ী ছিলেন। আজ সকালে স্হানীয় মানুষ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন। নান্টু পালের মৃত্যুতে গোটা পরিবারে চোকের ছায়া নেমে এসেছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *