ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা দল এবার চন্ডিগড় যাবে। কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। ত্রিপুরা দলের পরবর্তী ম্যাচ ৮ থেকে ১১ নভেম্বর চন্ডিগড়ের বিরুদ্ধে। খেলা হবে চন্ডিগড়ের মহাজন ক্রিকেট গ্রাউন্ডে। ৮ দলীয় এলিট গ্রুপ-এ এর চতুর্থ রাউন্ডের খেলা। এর আগের তিন ম্যাচের তিনটিতেই ত্রিপুরা দল হেরে পয়েন্টের সারণিতে একেবারে তলানিতে রয়েছে। তিন ম্যাচ থেকে ত্রিপুরা দলের সংগৃহীত পয়েন্ট নয়। সেস্থলে, চন্ডিগড় রয়েছে পঞ্চম শীর্ষে। তিন ম্যাচ থেকে ২৭ পয়েন্ট পেয়ে। ত্রিপুরা দল প্রথম খেলায় মহারাষ্ট্রের বিরুদ্ধে ২৫ রানে হেরেছিল। পরবর্তী দুটি ম্যাচে যথাক্রমে কর্নাটকের কাছে ইনিংস সহ ১৩১ রানে এবং তামিলনাড়ুর কাছে ইনিংস সহ ৩৫ রানের ব্যবধানে পরাজিত হয়েছে। পক্ষান্তরে, চন্ডিগড় প্রথম ম্যাচে সরাসরি জয় পেয়েছিল কেরালার বিরুদ্ধে ৭ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে তামিলনাড়ুর কাছে ইনিংস সহ ৮৩ রানে পরাজিত হয়েছিল। তৃতীয় ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে লিড নেওয়ার সৌভাগ্য হয়েছিল। এদিকে ৮ নভেম্বর থেকে গ্রুপ লীগের অন্য খেলায় বালাঙ্গীরে উড়িষ্যা খেলবে কর্নাটকের বিরুদ্ধে। নাসিকে মহারাষ্ট্র ও কেরালা পরস্পরের মুখোমুখি হবে। সালেমে তামিলনাড়ু খেলবে উত্তরাখণ্ডের বিরুদ্ধে।