রাঁচি, ২৯ অক্টোবর (হি.স.): কংগ্রেস ঝাড়খণ্ডের বোকারো এবং ধানবাদ থেকে তাদের প্রার্থী ঘোষণা করেছে। জানা গেছে, কংগ্রেস বোকারো থেকে শ্বেতা সিং এবং ধানবাদ থেকে অজয় দুবেকে মনোনয়ন দিয়েছে। সোমবার গভীর রাতে এই প্রার্থী তালিকা প্রকাশ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল।
উল্লেখ্য, ঝাড়খণ্ডে নির্বাচন শুরু ১৩ নভেম্বর। দু’দফায় হবে নির্বাচন। দ্বিতীয় দফা ২০ নভেম্বর। ৮১ আসনের বিধানসভায় ফল বেরবে ২৩ নভেম্বর।