নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ অক্টোবর৷৷ কৈলাসহরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ পরিবাহী তার একেবারে বিপজ্জনক অবস্থায়৷ যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে৷ গত দুই বছরে বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটে গিয়েছে৷ বেশ কিছু গবাদী পশু সহ মানুষের প্রাণহানী হয়েছে৷ তারপরও বিদ্যুৎ নিগমের কর্মকর্তাদের কোন হেলদোল নেই৷ দুইদিন আগে দুপুর আনুমানিক একটায় তিনজন সুকল ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, ঐদিন সুকল থেকে বাড়ি ফেরার পথে বনগাঁও গ্রামে আক্তার আলীর বাড়ির সামনে হঠাৎ উপর থেকে বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে রাস্তায় পড়ে৷ মাত্র কয়েক ফুট দূরত্বে ঐ তিন ছাত্র দাঁড়িয়ে ছিল৷ এই গ্রাম সহ আশেপাশের গ্রামেও বিদ্যুৎ পরিবাহী তার বিপজ্জনক অবস্থায় রয়েছে৷ বহু পুরনো এই তারগুলি বদল করে নতুন তার টানার কোন প্রয়োজনীয়তাই মনে করছেন না বিদ্যুৎ নিগমের কর্মকর্তারা৷ এমনও দেখা গিয়েছে দুই খঁুটির মধ্যে বেশ কিছু জায়গায় মাটি থেকে মাত্র ৮-৯ ফুট উঁচুতে রয়েছে বিদ্যুৎ পরিবাহী তার৷ এলাকাবাসীর অভিযোগ বহুবার জানানোর পরও বিদ্যুৎ নিগমের কর্মকর্তারা পুরনো তার বদল করার কোন উদ্যোগ নিচ্ছে না৷ বনগাঁও গ্রামে এই ঘটনা ঘটার পর কৈলাসহর বিদ্যুৎ নিগমের কার্য্যালয়ে বারাবার যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভ করা হয়নি৷ বাধ্য হয়ে কৈলাসহর মহকুমা শাসক, কৈলাসহর থানার ওসি সহ জেলার পুলিশ আধিকারিকের অফিসে বিষয়টি জানানো হয়৷ তারপর দুই ঘন্টা অতিক্রম হলে বিদ্যুৎ নিগমের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুৎ পরিবাহী তার সংস্কার করে৷ বর্তমানে ঐ গ্রাম সহআরও কয়েকটি গ্রামে বিদ্যুৎ পরিবাহী তার বিপজ্জনক অবস্থায় রয়েছে৷ এক বছর আগে কৈলাসহরের লক্ষ্মীছড়া ব্রীজের পাশে অটোস্ট্যান্ডের সামনে হঠাৎ বিদ্যুৎ পরিবাহী তার দুই খঁুটির মাঝ থেকে ছিড়ে পড়ে যায়৷ যদিও ভাগ্যক্রমে ঐসময়ও সেখানে লোকজন ছিল না৷ কয়েকমাস পূর্বে পুকুর পারে বিদ্যুৎ পরিবাহী তার দুই খঁুটির মধ্য থেকে ছিড়ে পড়ে৷ তাত এক যুবক ঘটনাস্থলেই প্রাণ হারায়৷ নুরপুরে একটি গবাদী পশু মারা যায়৷ এই ধরণের দূর্ঘটনা একের পর এক ঘটে চলেছে৷ তারপরও কোন হেলদোল নেই৷ যদি কিছুদিনের মধ্যে এই বিপজ্জনক তারগুলি সংস্কার না করা হয় তাহলে বড় ধরনের দূর্ঘটনা যেকোন সময় ঘটে যেতে পারে৷ তাই অবিলম্বে তার সংস্কারের দাবী জানিয়েছেন কৈলাসহরের জনগণ৷
2016-10-23
