BRAKING NEWS

এসএআইএল কারখানার সামনে পাঁচটি শ্রমিক সংগঠনের বিক্ষোভ, দাবিতে দিনব্যাপী ধর্মঘট

দুর্গাপুর, ২৮ অক্টোবর(হি.স.): সোমবার দিনব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে AITUC, BMS সহ সর্বভারতীয় পাঁচটি শ্রমিক সংগঠন। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (এসএআইএল)-এর রাজ্যের সবকটি কারখানার সামনে এই ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। মূল দাবি হিসেবে শ্রমিকরা ৩৯ মাসের এরিয়ার চুক্তিমানা, ঠিকা শ্রমিকদের নতুন বেতন চুক্তি মান্যকরণ এবং শ্রমিকদের উপযুক্ত বোনাস প্রদান দাবি করেছেন।

দুর্গাপুর ইস্পাত কারখানা, বার্নপুর কারখানা এবং কুলটি সেল কারখানার সামনে শ্রমিক সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে এই আন্দোলনে যোগ দেন। আন্দোলনকারীদের বক্তব্য, কর্তৃপক্ষ তাদের দাবি পূরণ না করলে তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। আজ সকাল ৯টায় আন্দোলনকারীরা জানিয়েছেন, কর্তৃপক্ষের সদর্থক পদক্ষেপ না পাওয়া পর্যন্ত তাদের এই প্রতিবাদ চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *