অবসর ঘোষণা করলেন ভারতের মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক রানি রামপাল

নয়াদিল্লি, ২৪ অক্টোবর  (হি.স.) : বৃহস্পতিবার   ভারতীয় মহিলা হকি দলের   প্রাক্তন অধিনায়ক রানি রামপাল অবসর   ঘোষণা করলেন। ১৬ বছরের   উজ্জ্বল কেরিয়ারের   তিনি সমাপ্তি টানলেন।

টোকিও অলিম্পিকে চতুর্থ স্থান অর্জনে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন রানি রামপাল। আসন্ন মহিলা হকি ইন্ডিয়া লিগে (এইচআইএল) পাঞ্জাব এবং হরিয়ানার সুরমা হকি ক্লাবের   পরামর্শদাতা এবং কোচ হবেন রানি রামপাল।সম্প্রতি সাব-জুনিয়র   মহিলা খেলোয়াড়দের   জাতীয় কোচ হিসেবে তাকে নিয়োগ করা   হয়েছে।

বৃহস্পতিবার   এক সাংবাদিক সম্মেলনে তিনি  বলেছেন, “আমি কখনওই ভাবিনি, এতদিন ভারতের   হয়ে খেলব। আমার শৈশব গেছে অনেক দারিদ্র্যতার   মধ্যে দিয়ে। তবুও  আমার   মনোযোগ ছিল কিছু করার জন্য,  দেশের   প্রতিনিধিত্ব করা।”