BRAKING NEWS

পেট্রাপোলে সীমান্ত বাণিজ্য বন্ধ তিনদিন, ২৪ অক্টোবর যাত্রী টার্মিনালের উদ্বোধন

পেট্রাপোল, ২১ অক্টোবর (হি.স.): পেট্রাপোল সীমান্তে আমদানি ও রফতানি আগামী তিনদিন বন্ধ থাকবে। বন্দর সূত্রে জানা গিয়েছে, এই সীমান্ত বন্দর মারফত আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ থাকবে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত। এই ব্যাপারে বন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি জারি করেছে। ২৪ অক্টোবর পেট্রাপোল বন্দরে একটি অত্যাধুনিক যাত্রী টার্মিনালের উদ্বোধন হবে। ওই অনুষ্ঠানে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। তাই বিশেষ নিরাপত্তার কারণেই ওইসময় বাণিজ্য বন্ধ রাখা হবে। তবে যাত্রী পরিষেবায় প্রভাব পড়বে না।

২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই স্থল সীমান্তে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ থাকবে বলে বন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেছে। আগামী ২৪ অক্টোবর পেট্রাপোল বন্দরে একটি অত্যাধুনিক যাত্রী টার্মিনালের উদ্বোধন হবে। কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। তাই বিশেষ নিরাপত্তার কারণেই ওই সময় বাণিজ্য বন্ধ রাখা হবে। তবে যাত্রী পরিষেবায় প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *