নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ অক্টোবর: এইচআইভি বা এইডস নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হেপাটাইটিস ফাউন্ডেশন বিশালগড় শাখার ২১তম সন্মেলন অনুষ্ঠিত হয় রবিবার বিশালগড় মহকুমা হাসপাতালে। এই দিন সন্মেলনে বিশালগড় শাখার হেপাটাইটিস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠিত হয়। ডাঃ জে এম দাস হেপাটাইটিস ফাউন্ডেশন বিশালগড় শাখার চেয়ারম্যান পদে এবং অসীম ঘোষ সম্পাদক পদে নিযুক্ত হন।
তাছাড়া উক্ত সন্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা মেডিকেল কলেজের প্রফেসর তথা আগরতলা হেপাটাইটিস ফাউন্ডেশন শাখার কার্যকরী কমিটির সদস্য ডাঃ মনিরুল ইসলাম। রবিবার বিশালগড় মহকুমা হাসপাতালে অনুষ্ঠিত হেপাটাইটিস ফাউন্ডেশনের সন্মেলনে আগামী দিনের জন্য কিছু কর্মসূচি গ্ৰহন করে। আগামী ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস।
ঐদিন বিশালগড় মহকুমা হাসপাতালে ও বিশালগড় বাজারে সাধারণ মানুষের জন্য বিনামুল্যে সুগার পরীক্ষা করার জন্য বিশেষ ক্যাম্প করা হবে। তাছাড়া নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে গোলাঘাটি বিধানসভার চা শ্রমিকদের জন্য একটি বিশেষ স্বাস্থ্য শিবির করা হবে। মহকুমার বিভিন্ন বিদ্যালয় গুলোতে এন্ট্রি ড্রাগ ও নাবালিকা মেয়েদের বিয়ে নিয়ে বিশেষ সচেতনতা শিবির করা হবে বলে সাংবাদিকদের জানান হেপাটাইটিস ফাউন্ডেশন বিশালগড় শাখার নতুন কমিটির চেয়ারম্যান ডাঃ জ্যোতির্ময় দাস।