নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ বিজেপির রাজ্য সভাপতির উপর হামলার অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর বাড়িতে বিজেপি কমী সমর্থকদের চড়াও হওয়া ও পুলিশের উপর হামলার প্রতিবাদে রাজ্যব্যাপী প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে শাসক দল সিপিআইএম৷ রবিবার আগরতলা শহরেও প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হয়৷ বিজেপির রাজ্য সভাপতির উপর হামলার কথিত অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও ও বিজেপির উশৃঙ্খল আচরণের প্রতিবাদে শাসক দল সিপিআইএম রাজ্যজুড়ে রবিবার প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সভা সংগঠিত করেছে৷ রাজধানী আগরতলা শহরেও প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে সিপিআইএম৷ মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মেলারমাঠে এক সভায় মিলিত হয়৷ এবিষয়ে সাংসদ শংকর প্রসাদ দত্ত বলেন, গত শুক্রবার রাতে একটি ক্লাবের সঙ্গে বিজেপির সভাপতির একটি ঘটনা ঘটে৷ রাজনীতির নাম করে বিজেপি এই ঘটনার জন্য সিপিআইএমকে অহেতুক দায়ী করে৷ তারা মুখ্যমন্ত্রীর বাড়িতে চড়াও হয়৷ পুলিশের ওপর হামলা চালায়৷ তারা আহত হয়৷ এধরনের কার্যকলাপকে সাংসদ শংকর প্রসাদ দত্ত নোংরা রাজনীতি বলে আখ্যায়িত করেন৷ জমায়েতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক রতন দাস, সিপিআইএম সদর বিভাগীয় কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলি, শ্যামল দেব প্রমুখ৷ এদিকে,আগরতলায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে পুলিশের কর্ডন ভেঙ্গে বিজেপি কর্মীদের হজ্জুতি ও হামলার চেষ্টার তীব্র নিন্দা করছে সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী৷
শনিবার দলের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জানা গেছে, শহরের দুটি ক্লাবের কিছু সদস্যের সাথে বিজেপির রাজ্য সভাপতির গাড়ি চালকের বচসা হয়৷ সম্পূর্ণ মিথ্যার আশ্রয় নিয়ে এই ঘটনার দায় সিপিআই(এম) এর উপর চাপানোর চেষ্টা শ’দেড়েক বিজেপি কর্মী পশ্চিম আগরতলা থানায় ডেপুটেশান দেবার নাম করে হঠাৎ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে এগিয়ে যায় এবং পুলিশের কর্ডন ভেঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবনের গেট ধাক্কাধাক্কি করে৷ মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে যাবার জন্য বিজেপি পুলিশের কাছ থেকে কোন অনুমতি নেয়নি বলে জানা গেছে৷
মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিজেপি নেতা কর্মীদের এই হজ্জুতি ও হামলার চেষ্টা অত্যন্ত প্ররোচনা ও উস্কানিমূলক৷ ক্লাবের সাথে ঝামেলা বাধিয়ে উটকো ঘটনার দায় সিপিআই(এম) এর ওপর চাপানোর চেষ্টার তীব্র প্রতিবাদ করছে সিপিআই(এম) সম্পাদকমন্ডলী৷
রাজ্যের বিজেপি নেতৃত্বের এধরনের অগণতান্ত্রিক প্ররোচনা ও উস্কানির নিন্দায় সোচ্চার প্রতিবাদ সংগঠিত করতে রাজ্য সম্পদাক মন্ডলী সমস্ত পার্টি ইউনিটকে আহ্বান জানাচ্ছে৷ রাজ্যের সমস্ত শান্তিপ্রিয়, গণতন্ত্রপ্রিয় মানুষকে বিজেপির এই হীন কার্যকলাপের বিরুদ্ধে ধিক্কার জানাতে আহ্বান জানিয়েছে সিপিআইএম রাজ্য সম্পাদকমন্ডলী৷
2016-10-17

