শেষ মুহূর্তে রোনাল্ডোর গোলে নাটকীয় জয় পেল আল নাসর

রিয়াদ, ১৯ অক্টোবর (হি.স.): শুক্রবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবাবের বিপক্ষে খেলার শেষ মুহূর্তে  রোনাল্ডোর পেনাল্টি থেকে করা গোলে ২-১ এ জিতল আল নাসর।

ম্যাচের ৬৯ মিনিটে গোল করে  আল নাসরকে এগিয়ে দেন আইমেরিক লাপোর্ত। এই গোলেই ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল নাসর। তবে আল নাসরের নিজেদের ভুলে শেষ মিনিটে আলী আলহাসান আত্মঘাতী গোল করলে ম্যাচে সমতা আনে আল শাবাব। খেলা অমীমাংসিত থাকছে এমন অবস্থায় অতিরিক্ত সময়ে স্পটকিক থেকে রোনাল্ডো  গোল করে জয় নিশ্চিত করে আল নাসরের।

তবে এখানেই নাটকের শেষ নয়,  অতিরিক্ত সময়ের শেষের দিকে রেফারি আরেকবার পেনাল্টির সংকেত দেখান  আল শাবাবের অনুকূলে। তবে আবদেররাজ্জাক হামদাল্লাহ সেই পেনাল্টি মিস করলে জয় নিয়ে মাঠ ছাড়ে নাসর।

এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে নাসর। ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে দলটির পয়েন্ট ১৭। ৭ ম্যাচের সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল হিলাল।