BRAKING NEWS

শিয়ালদায় ইএসআই হাসপাতালের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অংশ স্বাভাবিক করতে বৈঠক মন্ত্রীর

কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): শিয়ালদায় ইএসআই হাসপাতালের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চায় রাজ্য সরকার। শুক্রবার বিষয়টি নিয়ে রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক ওই হাসপাতালের কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। 

মলয়বাবু সংবাদমাধ্যমে জানিয়েছেন, হাসপাতালের যে ফ্লোরটা নষ্ট হয়ে গেছে সেটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করতে বলা হয়েছে। ইএসআই-এর ডিরেক্টর ও পদস্থ অফিসারদের এদিন বৈঠকে ডাকা হয়। শিয়ালদহ ইএসআই-কে যত দ্রুত সম্ভব পুরনো অবস্থায় ফিরিয়ে আনার সবরকম চেষ্টা হচ্ছে। 

হাসপাতালে সূত্রে খবর, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই অন্তত ৮০ জন রোগীকে যারা ভর্তি ছিলেন, তাঁদের সকলকে উদ্ধার করে নীচে নামানো সম্ভব হয়। প্রত্যেককে মানিকতলা ইএসআই হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগুন লাগার ৩ ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের জেরে আজকের জন্য হাসপাতালের আউটডোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ঠিক কী কারণে আগুন লেগেছে তা স্পষ্টভাবে জানা যায়নি। অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড হয়েছে। আগুনের সম্ভাব্য উৎসস্থল মেল সার্জারি ওয়ার্ড বা তার আশপাশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *