BRAKING NEWS

জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে জুনিয়র চিকিৎসকদের একহাত কুণালের

কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): বাম জমানার মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এই সঙ্গে বলেন, “অযথা জেদ করে আন্দোলন চালিয়ে যাওয়া অর্থহীন।”

কুণাল শুক্রবার বলেন, “খুব ইঙ্গিতপূর্ণভাবে নাটকীয় সুরে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী একবার আসতে পারলেন না! তাঁদের মনে করিয়ে দিতে চাই, জ্যোতি বসুর সরকারের মতো পুলিশ নামিয়ে পিটিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন তুলে দেননি।”

জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের নেপথ্যে কিছু রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করে কুণাল বলেন, “কিছু রাজনৈতিক লোক প্ররোচনা দিয়ে জুনিয়র চিকিৎসকদের আবেগকে বিপথে পরিচালিত করে নিজেদের রাজনৈতিক ফায়দা মেটানোর চেষ্টা করছে।”

অনশন প্রত্যাহারের আর্জি জানিয়ে কুণাল এও বলেন, “এভাবে টানা অনশন করে নিজেদের শরীরে চাপ নেওয়া ঠিক নয়। বুঝতে হবে, আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে। রাজ্যও পরিকাঠামো বাড়ানোর কাজ দ্রুততার সঙ্গে করছে।” 

কুণালের এহেন মন্তব্য শুনে জুনিয়র চিকিৎসকদের পাল্টা প্রশ্ন, “তবে কি উনি জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে পুলিশ দিয়ে আন্দোলন তুলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *