ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখলো ত্রিপুরার সিনিয়র মহিলা ক্রিকেটাররা। জাতীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট আসরে ছয় উইকেটের বড় ব্যবধানে ত্রিপুরাকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে রেলওয়েজ। প্রথম ম্যাচে ত্রিপুরা প্রতিপক্ষ হিসেবে সিকিমকে পেয়েছিল বলেই হয়তো দুর্দান্ত জয় হাসিল করতে পেরেছিল ৭২ রানের ব্যবধানে। আজ, শুক্রবার লখনৌতে দ্বিতীয় ম্যাচেই ত্রিপুরা দল হেরে কুপোকাৎ। ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে সকালে ম্যাচ শুরুতে টস জিতে ত্রিপুরা দলের ক্যাপ্টেন অন্নপূর্ণা দাস প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে তামান্না নিগম দুর্দান্ত ৭৭ রান পায়। তামান্না ৫১ বল খেলে ১১ টি বাউন্ডারিও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৭ রান সংগ্রহ করে। এছাড়া রেশমা নায়েকের ২১ রানও কিছুটা উল্লেখ করার মতো। রেলওয়েজের অঞ্জলি সর্বানি, তনুজা কানুয়ার দুটি করে এবং সিমরান বাহাদুর একটি উইকেট সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে রেলওয়েজ ১৭.৪ ওভার খেলে চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ইন্দ্রানী রায় ৩৮ রানে, প্রতিকা ২৬ রানে, হেমলতা ১৮ রানে এবং নুজাত পারভিন ১৬ রানে আউট হলেও মনা ১৫ রানে অপরাজিত থেকে দলনেত্রী স্নেহা রানার সঙ্গে জোট বেঁধে দলকে জয় এনে দেয়। ত্রিপুরা দলের রেশমা নায়েক দুটি এবং অম্বেষা দাস ও পূজা দাস একটি করে উইকেট পেয়েছে। গ্রুপ লীগের অপর খেলায় হিমাচল প্রদেশও ছয় উইকেটের ব্যবধানে হরিয়ানাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে।
2024-10-18