পাথারকান্দি (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ-আগরতলাগামী ডেমু ট্রেনের চাকার নীচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে জনৈক মহিলার। নিহত মহিলাকে বছর ৪৫-এর সালমা বেগম বলে শনাক্ত করা হয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে পাথারকান্দির মৌয়ারবাড়ি এলাকায় আজ বুধবার বিকাল প্ৰায় ২:৪৫ মিনিট নাগাদ।
ঘটনার খবর পেয়ে রেল পুলিশ অকুস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যা করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে। জানা গেছে, নিহত মহিলা একজন ভবঘুরে গৃহবধূ। বাড়ি বাজারিছড়া থানাধীন কটামণির আট নম্বর ওয়ার্ডে। মহিলাটি গত কয়দিন ধরে আসিমগঞ্জ এলাকার হাটখলা গ্রামে তাঁর বাপের বাড়িতে অবস্থান করছিলেন।
আজ তিনি পায়ে হেঁটে রেলওয়ে ট্র্যাকের পাশ দিয়ে দুল্লভপুরে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। কিন্তু অসাবধানতাবশত ট্রেনের সংস্পর্শে এসে গেলে হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। ট্রেনের চাকায় তাঁর শরীর খণ্ডবিখণ্ড হয়ে গেছে। জানা গেছে, মৃতার স্বামী ও সন্তানাদি রয়েছেন।