BRAKING NEWS

বিসর্জনের শোভাযাত্রা দেখতে ভিড় চ্যাংরাবান্ধায়

চ্যাংরাবান্ধা, ১৩ অক্টোবর (হি. স.) : বিসর্জনের শোভাযাত্রা দেখতে ভিড় কোচবিহারের চ্যাংরাবান্ধায়। দেবী কলোনী এলাকার বহু বছরের প্রাচীন সর্বজনীন দুর্গাপুজোর বিসর্জন উপলক্ষ্যে বিভিন্ন দেবতাদের সাজে উপস্থিত হন অনেকে। দেবী কলোনী থেকে এমনই ‘জীবন্ত’ দেবতাদের নিয়ে শোভাযাত্রা ১৬ নম্বর রাজ্য সড়ক অতিক্রম করে চ্যাংরাবান্ধা বাইপাস থেকে এশিয়ান হাইওয়ের ধরে মেখলিগঞ্জ বিডিও অফিস, ভিআইপি মোড় সহ সমগ্র চ্যাংরাবান্ধা পরিক্রমা করে পুনরায় দেবী কলোনীর ধরলার ঘাটে এসে শেষ হয়। রাস্তার দুই ধারে রীতিমতো ভিড় জমে যায় জীবন্ত দেবতাদের নাচ দেখতে।

দূর্গা, শিব, লক্ষী, গণেশ, কার্তিক, সরস্বতী, মহিষাসুর থেকে বাঘ, মা কালী কেউ বাদ ছিল না। এমনকি রামচন্দ্রের অকালবোধনের কথা মাথায় রেখে রাম,সীতা,লক্ষণ,হনুমানকেও পা মেলাতে দেখা যায় শোভাযাত্রায়। নৃত্যের মাধ্যমে বহুরূপীরা দেবী দূর্গার মহিষাসুর বধের কাহিনী তুলে ধরেন। পুজো কমিটির সেক্রেটারি মদনমোহন সরকার জানান, এর মাধ্যমে সারা পৃথিবীব্যাপী আসুরিক শক্তির বিনাশের বার্তা দিতে চেয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *