BRAKING NEWS

সমগ্র দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে মহারাষ্ট্রেও উন্নয়ন চলছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের দ্রুততার সঙ্গে উন্নয়ন চলছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, সমগ্র দেশে উন্নয়নের ধারার সঙ্গে সামঞ্জস্য রেখে মহারাষ্ট্রেও উন্নয়ন চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহারাষ্ট্রে ৭ হাজার ৬০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করেছেন। এর মধ্যে রয়েছে নাগপুরে বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরের আপগ্রেডেশনের পাশাপাশি শিরডি বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং-এর ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আজ মহারাষ্ট্র ১০টি মেডিকেল কলেজের উপহার পাচ্ছে। ডঃ বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর, নাগপুরের আপগ্রেডেশন এবং শিরডি বিমানবন্দরে নতুন সমন্বিত টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে। মহারাষ্ট্রে মেট্রো সম্প্রসারিত হচ্ছে এবং বিমানবন্দরগুলিকে আপগ্রেড করা হচ্ছে…রাজ্যে পরিকাঠামো, সৌর শক্তি এবং টেক্সটাইল সম্পর্কিত বিভিন্ন প্রকল্প চালু করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *