বেইরুটে ইজরায়েলের হামলায় হেজবোল্লার সদর দফতরের কমান্ডার নিহত

জেরুজালেম, ৮ অক্টোবর (হি.স.) : বেইরুটে ইজরায়েলের হামলায় হেজবোল্লার সদর দফতরের কমান্ডার নিহত হয়েছেন, এমনই দাবি করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা।

একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মঙ্গলবার ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ৭ অক্টোবর, সোমবার বেইরুটে একটি কম্পাউন্ডে হামলায় হেজবোল্লার লজিস্টিক ইউনিটের প্রধান সুহেল হুসেইন হুসেইনির মৃত্যু হয়েছে। যদিও এবিষয়ে ইরান মদতপুষ্ট লেবাননের জঙ্গি সংগঠনটির তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

সম্প্রতি লেবাননে ইজরায়েলের বিমান হামলায় হেজবোল্লা প্রধান হাসান নাসরুল্লা সহ সংগঠনটির বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। তার পরই শুরু হয়েছে ইরান-ইজরায়েল সংঘাত। ইজরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এমন অবস্থায় ফের লেবাননে হামলা চালাল নেতানিয়াহুর সেনা।

একই সঙ্গে আইডিএফ জানিয়েছে, উত্তর গাজার একটি ভূগর্ভস্থ কম্পাউন্ডেও হামলা চালানো হয়েছে। সেই হামলায় হামাস নেতা রাহি মুশতাহা এবং হামাসের অন্য দুই কমান্ডার সামেহ সিরাজ ও সামেহ ওদেহ নিহত হয়েছেন।