ক্রীড়া প্রতিনিধি, কুমারঘাট। ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ীতে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সমাপ্ত হলো ধনসিংহ চৌধুরী মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের আসর। তরুনিনগর এফসিকে পরাজিত করে জয়ের শিরোপা দখল করে সিঙ্গাপুর এফসি।গত ২৫ আগষ্ট থেকে কাঞ্চনবাড়ী প্লে-সেন্টারের উদ্যোগে ধনসিংহ চৌধুরী স্কুল মাঠে শুরু হয় এই ফুটবলের আসর। মাসব্যাপী খেলায় মোট ২২ টি ফুটবল দল অংশ নেয়। রবিবার ছিল খেলার চূড়ান্ত তথা ফাইনাল ম্যাচ। সমাপ্তি ম্যাচে মুখোমুখি হয় দারচৈএর সিঙ্গাপুর এফ সি এবং তরুনিনগরের দল তরুনিনগর এফ সি। উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস, স্থানীয় পঞ্চায়েত প্রধান শেলী ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা। খেলার শুরু থেকেই একে অপরের প্রতি আক্রমনাত্মক ছিল এদিন উভয় দল। দুই শক্তিশালী দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে তরুনিনগর এফ সিকে হারিয়ে জয় পায় দারচৈ এফ সি দল। খেলার শেষে চ্যাম্পিয়ান দলের হাতে ৫০ হাজার ও রানার্স দলের হাতে ২৫ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেওয়া হয় আয়োজকদের তরফে। ছিল অন্যান্য পুরুষ্কারও। বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। প্রতিক্রিয়া দিতে গিয়ে গ্রামীন এলাকায় এধরনের খেলার আয়োজন করায় উদ্যোক্তাদের ভূয়সী প্রসংশা করেন মন্ত্রী। পাশাপাশি আগামীদিনে খেলাকে ঘিরে সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি।খেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে।