ঋষ্যমুখে নকআউট ফুটবল ফাইনালে নর্থ তাকমা ও গর্জির লড়াই ২৯শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। ফাইনালে নর্থ তাকমা দলের বিরুদ্ধে খেলবে গর্জি ব্ল্যাক প্যান্থার। ২৯ সেপ্টেম্বর হবে খেতাব নির্ণায়ক ম্যাচটি। ঋষ্যমুখের কৃষ্ণনগরে অনুষ্ঠিত রাম ঠাকুর নকআউট ফুটবল প্রতিযোগিতায়। কৃষ্ণনগর স্কুল মাঠে হচ্ছে আসর। বৃহস্পতিবার তীব্র উত্তেজনাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে গর্জি ব্ল্যাক প্যান্থার সাডেন ডেথে পরাজিত করে কৈলাস নগর গড়িয়াতে। ফলাফল ১৩-১২। নির্ধারিত সময়ে দু দুবার পিছিয়ে থেকে শেষ পর্যন্ত জল ছিনিয়ে নেয় গর্জি ব্ল্যাক প্যান্থার। নির্ধারিত সময়ে ফলাফল ছিলো ৩-‌৩। বুধবার আসরের প্রথম সেমিফাইনালে নর্থ তাকমা ৩-০ গোলের তৈকরমা দলকে পরাজিত করে ফাইনালে উঠেছিল। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৮০ এবং ৫০ হাজার টাকা। আসরের উদ্যোক্তা রাম ঠাকুর মন্দির কমিটি।