বীরচন্দ্র মানিক্যের ১৮৪ তম জন্ম জয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়,২৫ সেপ্টেম্বর: এই রাজ্যে প্রথম পাঠাগার স্থাপন করেছিলেন মহারাজা বীরচন্দ্র মানিক্য। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যালয় স্থাপন করা থেকে শুরু করে বাংলা ভাষার প্রসারে তার অবদান অনস্বীকার্য।
যথাযথ মর্যাদায় মহারাজা বীরচন্দ্র মানিক্যের ১৮৪ তম জন্ম জয়ন্তী উদযাপিত হয়।

বিশালগড় পাবলিক লাইব্রেরির উদ্যোগে বুধবার মহারাজা বীর চন্দ্র মানিক্যের জন্মজয়ন্তী উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। মহারাজের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে আলোচনা করেন বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার দাস, বিবেকানন্দ শিশু নিকেতনের প্রধান শিক্ষক সুধীশ চক্রবর্তি, বিশালগড় প্রেস ক্লাবের পক্ষ সংবাদিক গৌতম ঘোষ, বিশিষ্ট অঙ্কন শিক্ষক প্রসেনজিৎ চক্রবর্তী, বিশালগড় আনন্দমার্গ স্কুলের প্রিন্সিপাল প্রাণ গোপাল গোস্বামী।

বক্তারা আধুনিক ত্রিপুরা গড়ার ক্ষেত্রে বীরচন্দ্র মানিক্যের অবদান সম্পর্কে আলোচনা করেন। তাছাড়া বর্তমান প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরীর ক্ষেত্রে  পাঠাগারের কর্মসুচি গ্রহণের আবেদন রাখেন প্রত্যেকে।