আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাজ সেরে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক যুবক। গতকাল রাতে নাগেরজলা এলাকায় প্রায় চারজন যুবক তাঁর উপর আক্রমণ চালিয়েছে। পাশাপাশি, নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। ওই ঘটনায় শহরের নিরাপত্তা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন উত্তম দাস। তিনি পেশায় গাড়ির চালক। তাঁর বাড়ি মেলাঘরে কিন্তু কাজের সূত্রে তিনি আগরতলায় থাকেন। নাগেরজলা এলাকায় চার-পাঁচ জন যুবক মিলে তাকে দাঁড় করিয়েছিলেন। তাঁর উপর দা দিয়ে এলোপাতাড়ি আক্রমণ করেন। তাতে তার গলায় শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। পাশাপাশি তাঁর কাছ থেকে নগদ টাকা ও ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।