ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ন্যাশনাল ক্যাম্পের জন্য অনূর্ধ্ব ২৩ ত্রিপুরা পুরুষ ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। সেন্টু সরকারের নেতৃত্বে কুড়ি সদস্যের এই বাছাইকৃত রাজ্য দলের খেলোয়াড়দের ২৩ সেপ্টেম্বর দুপুর বারোটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব কর্তৃক ঘোষিত রাজ্য দলের খেলোয়াড়রা হলো: সেন্টু সরকার (অধিনায়ক, উইকেট রক্ষক) ঋতুরাজ ঘোষ রায়, আরমান হোসেন, নবারুণ চক্রবর্তী (উইকেট রক্ষক), অরিন্দম বর্মন (সহ অধিনায়ক) তন্ময় দাস, দুর্লভ রায়, সপ্তজিৎ দাস, আনন্দ ভৌমিক, রোহিত ঘোষ, ইন্দ্রজিৎ দেবনাথ, অভিজিৎ দেববর্মা, দীপেন বিশ্বাস, সৌরভ কর, পামির দেবনাথ, দেবরাজ দে, সাহিল সুলতান, সরাব সাহানি, দীপ্তনু চক্রবর্তী, অমিত আলী। কোচ: জয়ন্ত দেবনাথ ও রাসুদেব দত্ত, ট্রেইনার অমিতাভ দেবনাথ।
2024-09-21