BRAKING NEWS

দ্বিতীয় দিনে ভারত সুবিধাজনক অবস্থায়, ৭ উইকেট হাতে নিয়ে ৩০৮ রানে এগিয়ে রয়েছে

চেন্নাই, ২০ সেপ্টেম্বর (হি.স.): দ্বিতীয় দিনে শুক্রবার ভারত  ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে খেলা শুরু করে।  সব উইকেট হারিয়ে ভারত করে ৩৭৬ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে  ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে যায়। ফলে ২২৭ রানের লিড পায় ভারত। প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে সেই লিড বাড়িয়ে নিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। পরে ২৩ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে ভারত। সব মিলিয়ে দ্বিতীয় দিন শেষে ৩০৮ রানের লিড পেয়েছে ভারত।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রোহিত শর্মাকে (৫) তৃতীয় ওভারেই ফেরান তাসকিন আহমেদ। আগের ইনিংসে অর্ধশতক করা যশস্বী জয়সোয়াল (১০) বেশি করতে পারেননি। কিন্তু শুভমান গিল অন্যপ্রান্তে দাঁড়িয়ে আছেন অপরাজিত ৩৩ রানে। বিরাট কোহলিও দেখেশুনেই খেলছিলেন। তবে দিন শেষের কিছুক্ষণ আগে ব্যক্তিগত ১৭ রান করে আউট  হন। ঋষভ পন্থ এসে সাকিবের পরপর দুই বলে একটা চার আর ছক্কা নিয়ে দিন শেষ হওয়ার আগে করেছেন ১২ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *