কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): আচমকাই সিবিআই দফতরে পৌঁছলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। কেন তিনি সিজিও কমপ্লেক্স-এ সিবিআই দফতরে পৌঁছলেন সে বিষয়ে, সাংবাদিকদের কুণাল বলেন, ব্যক্তিগত কাজে এখানে আসা। কুণাল ঘোষ বলেছেন, “আমার কিছু ব্যক্তিগত কাজ ছিল, যে জন্য আমি এসেছি, সেই সম্পর্কে মন্তব্য করার দরকার নেই।”জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ প্রসঙ্গে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন, সরকার তাঁদের অনেক দাবি মেনে নিয়েছে। তাঁদের প্রধান দাবি হল ন্যায়বিচার এবং এ জন্য মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পুরো দল, পুরো সরকার তাঁদের তাদের পাশে আছে। তাঁদের কাজে ফিরে যাওয়া উচিত।”
2024-09-19