আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আগামী ২৩ সেপ্টেম্বর দিল্লির তালকোটরা স্টেডিয়ামে কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে এআইকেকেএমএসের মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হবে। এই মহাপঞ্চায়েতে অংশ নিতে সংগঠনের রাজ্য সম্পাদক সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে দিল্লির উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশন থেকে রওনা দিয়েছেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিনিধি দলের এক ব্যক্তি বলেন, প্রায় তেরো মাস ঐতিহাসিক কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল। ওই আন্দোলনের জেরে কৃষকদের সমস্ত দাবি মানার কথা বলেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু দাবিগুলোর মধ্যে শুধু তিনটি কৃষক আইন বাতিল করেছে। বাকি দাবিগুলো এখনো মানে নি। তাই বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৩ সেপ্টেম্বর দিল্লির তালকোটরা স্টেডিয়ামে কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে এআইকেকেএমএসের মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হবে।