আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নেশা সামগ্রী ক্রয় বিক্রয় করতে গিয়ে পুলিশের হাতে আটক এক নেশা কারবারি। তাঁর কাছ থেকে তল্লাশি চালিয়ে ৯ কৌটাতে মোট ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন এসডিপিও দেবপ্রসাদ রায়।
এসডিপিও দেবপ্রসাদ রায় জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রামনগর ফাঁড়িতে খবর আসে বড়জলা এলাকায় বিপুল পরিমাণ নেশা সামগ্রী ক্রয় বিক্রয় করা হবে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে এক নেশা কারবারিকে গ্রেফতার করেছে।
তিনি আরও জানিয়েছেন, তাঁর কাছ থেকে তল্লাশি চালিয়ে ৯ টি কৌটায় মোট ১০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে। যার বাজার মূল্য আনুমানিক ৮ লক্ষাধিক হবে। ধৃত কমলাসাগরের বাসিন্দা রাজীব দত্তকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।