জনশতাব্দীকে শিলচর পর্যন্ত সম্প্রসারিত করার দাবি বিবেচনা করে দেখবেন ডিআরএম প্রেমরঞ্জন, আশ্বাস হারাণ দে-কে

শিলচর (অসম), ১৮ সেপ্টেম্বর (হি.স.) : আগরতলা ও অরুণাচল জংশন (অসমের কাছাড় জেলান্তর্গত)-এর মধ্যে যে জন শতাব্দী এক্সপ্রেস চলছে, তা শিলচর পর্যন্ত সম্প্রসারিত করার দাবি বিবেচনা করে দেখবেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনাল ম্যানেজার (ডিআরএম) প্রেমরঞ্জন ‌কুমার।

আজ বুধবার উত্তরপূর্ব রেল যাত্রী সংস্থা-র সভাপতি এবং রেলওয়ের জেডআরইউসিসি-র প্রাক্তন সদস্য হারাণ দে শিলচর সফররত লামডিঙের ডিআরএম প্রেমরঞ্জন ‌কুমারের সঙ্গে দেখা করে এ সম্পর্কিত এক স্মারকপত্র দিলে বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন।

স্মারকপত্রে আরও কয়েকটি দাবি জানিয়েছেন উত্তরপূর্ব রেল যাত্রী সংস্থা-র সভাপতি হারাণ দে। দাবিগুলোর মধ্যে ধর্মনগর ও শিলচরের মধ্যে বাতিলকৃত ট্রেন পুনরায় চালু করা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পেন্ট্রি কারের ব্যবস্থা করা, শিলচর পর্যন্ত রাজধানী এক্সপ্রেস চালু করা এবং গুয়াহাটি ও ভৈরবীর মধ্যে সরাসরি ট্রেন চালু করা।

স্মারকপত্র তুলে দেওয়ার আগে হারাণ দের সঙ্গে ডিআরএম-এর রেলওয়ে পরিষেবা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়েছে। সে সময় উপস্থিত ছিলেন লামডিঙের সিনিয়র ডিসিএম রমেশকুমার মাহাতো এবং রেলওয়ের কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক।

প্রসঙ্গত, শিলচর রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে ডিসিএম রমেশকুমার মাহাতোকে সঙ্গে নিয়ে ডিআরএম প্রেমরঞ্জন ‌কুমার এসেছিলেন। এর পর তিনি জামিরার বিধ্বস্ত রেলসেতু দেখতে বিশেষ ট্রেনে শিলচর থেকে রওয়ানা হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *