বুধবার দেশের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) বুধবার মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং রাজস্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া হরিয়ানা, চণ্ডীগড়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

আইএমডি এও জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি প্রত্যাশিত। পরবর্তী দিন ২০ তারিখ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *