বিধানসভা নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা উপত্যকায়

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (হি.স.): সামনেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন। কাশ্মীর পুলিশের আইজিপি বিধান কুমার বিরদি সোমবার বলেন যে, ১৮ সেপ্টেম্বর বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

সংবাদমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এদিন বলেন, নির্বাচনের সময় ভিআইপি ও ভিভিআইপি-দের উপস্থিতি খুব স্বাভাবিক বিষয়। সেসময় সবরকম নিরাপত্তা ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। এই প্রসঙ্গে তিনি ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সফরের কথাও উল্লেখ করেন।

তিনি এও বলেন, ভোটকেন্দ্রের জন্য বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সেখানে আধাসামরিক বাহিনী এবং রাজ্যের নিরাপত্তা বাহিনীও থাকবে।  নির্বাচন কমিশনের নির্দেশের ভিত্তিতে সবরকম নিরাপত্তা ব্যবস্থা  সুনিশ্চিত করা হবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *