ধর্মনগর, ১৪ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার পদ্মপুর, মধুবাড়ি লিংক রোড এলাকায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট। উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য ৫০ লক্ষ টাকা হতে পারে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে শ্রীধর দাস ও তার ছোট ভাই শ্রীদাম দাস বার্মিজ সিগারেটের ব্যবসা করে আসছে |শ্রীদাম দাস উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানার একজন কনস্টেবল পদে কর্মরত | কিছুদিন আগেও একই জায়গা থেকে ধর্মনগর থানার পুলিশ প্রায় কোটি টাকার বার্মিজ সিগারেট ধরেছিল |
আজ ওই স্থান থেকে দুটি গাড়িও বাজেয়াপ্ত করে সীমান্ত সুরক্ষা বাহিনীর জোয়ানরা |এই সফল অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।অভিযানে উপস্থিত ছিলেন জি ব্রাঞ্চের আধিকারিক সহ কমান্ডেন্ট এন কে শাইনি এবং ধর্মনগর থানার কর্মকর্তারা।
উদ্ধারকৃত বার্মিজ সিগারেট সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা গাড়িতে করে পানিসাগর প্রধান কার্যালয়ে নিয়ে যান।