আগরতলা, ১৪ সেপ্টেম্বর: ত্রিপুরা গাউছিয়া সমিতির উদ্যোগে সোমবার জুলুস রেলি অনুষ্ঠিত হবে।আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান।
ত্রিপুরা গাউছিয়া সমিতির ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে সোমবার জুলুছ শুরু হবে। সকাল ৮.৩০ মি. আখেরি মোনাজাতের পর তাবারক বিতরণ তশরীফ আনবেন প্রখ্যাত বুজুর্গানেদ্বীন ওলামায়ে কেরাম, সাংবাদিক ও বুদ্ধিজীবিগণ। ত্রিপুরা গাউছিয়া সমিতি-এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সান্নামের।