কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): “অ্যাসিড আক্রমণ জলপাইগুড়িতে, মামলার নিষ্পত্তি মাত্র এক বছরে।” শনিবার পশ্চিমবঙ্গ পুলিশ এক্স বার্তায় এই খবর জানিয়েছে।
বার্তায় লেখা হয়েছে, “জলপাইগুড়ি জেলা পুলিশের কোতোয়ালি থানা এলাকা, ১৬ অগাস্ট, ২০২৩। এক মহিলাকে বেশ কিছুদিন যাবৎ বিরক্ত করছিল জয়ন্ত রায় নামে এক ব্যক্তি। এই উপদ্রবের সাক্ষী ছিলেন মহিলার আত্মীয়স্বজন ও পাড়াপড়শিরা। তবে এদিন উপদ্রব পরিণত হয় ভয়াবহ বিপদে। মহিলার পিছন পিছন তাঁর বাড়িতে ঢুকে তাঁর উপর অ্যাসিড ছুড়ে মারে জয়ন্ত।
সেদিনই মামলা দায়ের হয় কোতোয়ালি থানায়। তদন্তের দায়িত্ব নেন সাব-ইনসপেক্টর উপাসনা গুরুং। তদন্ত শেষে জয়ন্তকে গ্রেফতার করে যথাসময়ে চার্জশিট দাখিল করেন উপাসনা।
মামলার রায় বেরিয়েছে শুক্রবার। জয়ন্ত রায়কে আইপিসি-র একাধিক ধারায় মোট ১৫ বছর কারাবাসের সাজা শুনিয়েছেন আদালত, সঙ্গে ১ লক্ষ টাকার জরিমানা। সাব-ইনসপেক্টর উপাসনা গুরুং এবং জলপাইগুড়ি জেলা পুলিশকে অভিনন্দন।”