পাঁচ দফা দাবি মেটাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাই, মন্তব্য ছাত্রনেতাদের

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): মুখ্যমন্ত্রীর এই আগমনকে ধন্যবাদ জানিয়ে আন্দোলনকারীরা বলেন, “আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাই। আমাদের পাঁচ দফা দাবি মেটাতেই হবে। না হলে আন্দোলন চলবে।”

রাজ্যের প্রশাসনিক প্রধান শনিবার যে এমন আচমকা পদক্ষেপ নিতে পারেন, তা ছিল আন্দোলনকারীদের কাছে অভাবনীয়। তাঁরা অনেকে যারপরনাই বিস্মিত হয়ে যান। তাঁদের কথায়, “৩৪ দিন পর মুখ্যমন্ত্রী যে মানবিকতা দেখিয়েছেন তাঁর জন্য ওনাকে ধন্যবাদ। তবে আমাদের সহপাঠীর বিচারে আমরা যে পাঁচ দফা দাবি রেখেছি, তা পূরণ হলে তবেই আন্দোলন প্রত্যাহার করা হবে।”

আন্দোলনকারীরা পরে জানান, তাঁরা নিজেদের মধ্যে বৈঠকে বসছেন। ১ ঘণ্টা পর তাঁরা জানাবেন কী পদক্ষেপ নেবেন। একই সঙ্গে তাঁরা এও বলেন, মুখ্যমন্ত্রী যেখানে বলবেন তাঁরা সেখানেই বৈঠকে বসতে রাজি আছেন। তবে বিচারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ‘উই ওয়ান্ট জাস্টিস’ দাবিতে আন্দোলন চলবে।

উল্লেখ্য, জুনিয়র ডাক্তারেরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। বৃহস্পতিবার তাঁদের প্রতিনিধিদের ডেকে পাঠানো হয়েছিল নবান্নে। ৩২ জন সেখানে গিয়েছিলেন। কিন্তু বৈঠক ভেস্তে যায়। ডাক্তারেরা বৈঠকের সরাসরি সম্প্রচার দাবি করেছিলেন। কিন্তু সরকার তাতে রাজি হয়নি। সে দিন নবান্নের সভাঘরে দু’ঘণ্টার বেশি সময় বসেছিলেন মুখ্যমন্ত্রী। পরে তিনি বেরিয়ে যান। সাংবাদিক বৈঠক করে মমতা জানান, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন থাকায় সরাসরি সম্প্রচার সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *