১ম ডিভিশন লিগ ফুটবল ত্রিবেণী সংঘকে ৬ গোলে হারিয়ে টাউন ক্লাবের সেরা জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সেরা জয়। ছয় গোলের বিশাল ব্যবধানে। চলতি টুর্নামেন্টে এটি সর্বাধিক গোলে জয়। ত্রিবেণী সংঘকে ৬ গোলে হারালো টাউন ক্লাব।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লিগে এিবেনী সংঘ কে পরাজিত করে সুপারে দৌড়ে টিকে রইলো টাউন ক্লাব। শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের প্রথম  ম্যাচে মুখোমুখি হয় টাউন ক্লাব ও এিবেনী সংঘ।  ম্যাচ টি ৬-০ গোলের ব্যবধানে এিবেনী সংঘকে পরাজিত করে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায়  দ্বিতীয় স্থানে উঠে এলো টাউন ক্লাব। ম্যাচে টাউন ক্লাবের হয়ে খেলার ২৯ মিনিটে ফ্রী কিক থেকে দলের হয়ে প্রথম  দুর্দান্ত গোলটি করে শ্রীনাম চিরঞ্জন। ম্যাচের ৪৪ মিনিটে এিবেনী সংঘের ফুটবলারদের মধ্যে ভুল বুঝাবুঝি ও গোলরক্ষকের গাফিলতির  সুযোগ কে কাজে লাগিয়ে লাল ভেনজা ডারলং গোল করে  টাউন ক্লাবের গোলের ব্যবধান বাড়িয়ে দেয়। ২-০ গোলে এগিয়ে থেকে খেলতে নেমে টাউন ক্লাব দ্বিতীয়ার্ধর ১৬ মিনিটে ও ২৮ মিনিটে পর পর দুটি গোল করে  ব্যবধান ৪-০ করে নেয়।  টাউন ক্লাবের হয়ে ম্যাচে তৃতীয় ও চতুর্থ  গোলটি করে জ্যাক। ম্যাচের ৮০ ও ৮৯ মিনিটে  টাউন ক্লাবের হয়ে  এলটন ডার্লং দুটি গোল করে  ব্যাবধান ৬-০ করে দেয়। 

ম্যাচের বাকি সময় টুকু গোলের ব্যবধান ৬-০  ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়েন টাউন ক্লাবের ফুটবলাররা। 

এদিনের ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় জ্যাক। জ্যাকের হাতে পুরস্কার তুলে দেন মুকুল দেববর্মা।