নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সঙ্গে দেখা করলেন গুজরাটের ভাবনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক শৈলেশ জানা। গুজরাটের ভাবনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক শৈলেশ জানার নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্য সফরে এসেছেন। সফরকালে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন।
মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা গুজরাটের ভাবনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক শৈলেশ জালা এবং তাঁর দলকে সৌজন্য সাক্ষাতের জন্য মুখ্যমন্ত্রীর বাসভবনে স্বাগত জানিয়েছেন৷
মুখ্যমন্ত্রী এমবিবি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিদর্শন নিয়ে আলোচনা করেন এবং সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলি অন্বেষণ করেন।