বর্ণবাদ রুখতে স্পেনের রেফারিদের দেওয়া হচ্ছে বিশেষ  ক্ষমতা

বার্সেলোনা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): বর্ণবাদ রুখতে স্পেনের রেফারিদের বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে। সম্প্রতি বর্ণবাদের অভিযোগ তুলে স্পেন থেকে বিশ্বকাপ আয়োজন সরিয়ে নেওয়ার ব্যাপারে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের মন্তব্য ঘিরে সারা বিশ্বে ব্যাপক সমালোচিত হয়েছিল। তাই এ নিয়ে কঠোর হল স্পেনের ফুটবল ফেডারেশন। এই বর্ণবাদ রুখতে এবার লা লিগা ও স্পেনের আন্তর্জাতিক ফুটবলে নতুন আইন চালু করছে স্পেন।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগা বৃহস্পতিবার জানিয়েছে, বর্ণবাদের বিরুদ্ধে এবার  রেফারিদের জন্য নতুন আইন আনা হচ্ছে। এবার থেকে খেলার সময় কোন বর্ণবাদী আচরণের ঘটনা ঘটলে রেফারিই মাঠ থেকে এ নিয়ে সবকিছু জানাতে পারবেন।

উল্লেখ্য, এই বছরের মে মাসে ব্যাংককে ফিফার কংগ্রেসে বর্ণবাদবিরোধী ‘ক্রস-আর্ম’ অঙ্গভঙ্গির বিষয়টি অনুমোদন পেয়েছে। এবার সেই আইনটি গ্রহণ করতে চলেছে স্পেন ফুটবল অ্যাসোসিয়েশন।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফুটবলে বর্ণবাদী মনোভাব ও আচরণের বিরুদ্ধে লড়াইয়ে উভয় প্রতিষ্ঠান তাদের অঙ্গীকারে দৃঢ় থাকতে এই আইন বাস্তবায়ন করছে।’