মুম্বই, ১১ সেপ্টেম্বর (হি.স.): বুধবার সকালে মহারাষ্ট্রের লালবাগের গণেশ গলিতে এক মহিলাকে পিষে দিল একটি বাস। আহত ওই মহিলাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, বাসের চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার সকালে মুম্বইয়ের বিখ্যাত লালবাগের গণেশ গালিতে গণেশ ভক্তরা অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় একটি বাস ওখানে এক মহিলাকে পিষে দেয়। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা গণেশ গলি অঞ্চল অবরোধ করে। পুলিশ পরে অবরোধ তুলে দেয়।

