নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১০ সেপ্টেম্বর: মঙ্গলবার উদয়পুর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় সভাপতিত্ব করেন অপুরাম সরকার। এদিন উদয়পুর প্রেস ক্লাবের পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠিত হয়। মোট নয় জনের কার্যকরি কমিটি করে বাকিদের সদস্য করা হয়।
সভায় সকলের সম্মতিক্রমে প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি হিসেবে দেবব্রত রুদ্র, সহ সভাপতি হিসেবে আয়ুব সরকার, সম্পাদক হিসেবে জসিম উদ্দীন, সহকারী সম্পাদক হিসেবে রাকেশ নন্দী, কোষাধ্যক্ষ নোটন দাস এবং অফিস সম্পাদক করা হয় দীপা সরকারকে।
সভার শুরুতে ভাষণ রাখেন বিদায়ী সম্পাদক সৌমেন সেন। এছাড়া কার্যকরি কমিটিতে রয়েছেন রূপক দাস, সাইমন খান, আরবের রহমান। উদয়পুর প্রেসাক্লাবের এই নতুন কমিটির মেয়াদ আগামী দুই বছর অব্দি বলবৎ থাকবে।