আগরতলা, ১০ সেপ্টেম্বর : ৩৫ বছরের সংস্কৃতি মানুষের ডিএনএ-র মধ্যে মিশে গিয়েছে। এই প্রজন্মে তা মুছে ফেলা অসম্ভব। কিন্তু আগামী প্রজন্মে সংস্কৃতি মুছে ফেলে ত্রিপুরায় শান্তির পরিবেশ তৈরী হবে। আজ চারজন সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনার এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চয়ই হবে কিন্তু তাদের পুরনো ইতিহাস ভুলে গেলে চলবে না। সাংবাদিক হামলার ঘটনার জড়িতদের কাউকেও ছাড়া হবে না। বিজেপি সরকারের মূল লক্ষ্যই হল ত্রিপুরায় শান্তির পরিবেশ তৈরী করা।
তাঁর কথায়, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করবেন। ফলে, তাদের নিরাপত্তা নিশ্চয়ই প্রদান করবে রাজ্য সরকার। কিন্তু ঘটনার পর অপেক্ষা করতে হবে সরকার কি পদক্ষেপ নিয়েছে। বিগত দিনে সাংবাদিকদের উপর আক্রমণ করলে তার বিচার পাওয়া যেত না। কিন্তু বিজেপি সরকারের আমলে অপরাধ কাজের সাথে যুক্ত কাউকে ছাড়া হবে না।ইতিমধ্যে ওই ঘটনার অভিযুক্তদের আটক করেছে পুলিশ।
তিনি আরও বলেন, সাংবাদিকদের পুরনো ইতিহাস ভুলে গেলে চলবে না। ৩৫ বছরের সংস্কৃতি মানুষের ডিএনএ-র মধ্যে মিশে গিয়েছে। এই প্রজন্মে তা মুছে ফেলা অসম্ভব। কিন্তু আগামী প্রজন্মে সংস্কৃতি মুছে ফেলে ত্রিপুরায় শান্তির পরিবেশ তৈরী হবে বলে দাবি করেন তিনি।